কৃষি নিয়েই যখন পড়ালেখা, কৃষিতেই ক্যারিয়ার গড়তে, কৃষির সাথে মিশে থাকতে, একটি স্মার্ট জব ও দেশ সেবার জন্য শুরু করুণ। ক্লাস এইট এর পর থেকেই শুরু হোক এই পথ চলা, এই নেশা, এই স্বপ্ন। আর বাস্তবায়ন করুণ এইসএসসির পর।
নিন্মোক্ত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি নিতে পারেন-
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার [BSc in Ag(Hons)]
ব্যাচেলর অব সায়েন্স ইন এনিম্যাল হাজব্রেন্ডী [BSc in Animal Husbundry(Hons)]
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স [BSc in Ag Econ(Hons)]
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং [BSc in Agricultural Engineering]
ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড ইঞ্জিনিয়ারিং [BSc in Food Engineering]
ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স) [BSc in Fisheries(Hons)]
আরও কিছু ব্যাচেলর ডিগ্রি এর নাম আছে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাদের ওয়েবসাইট দেখে নিতে পারেন।
ভর্তির শিক্ষাগত যোগ্যতা-
পূর্বের সার্কুলার অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইসএসসি বিজ্ঞান গ্রুপ থেকে পাশ। এসএসসি ও এইসএসসি এর যেকোনো একটিতে জিপিএ ৩.০ সহ উভয় মিলে ৭.৫ লাগবে (৪র্থ বিষয় বাদে)। এসএসসি ও এইসএসসিতে পদার্থ, রসায়ন, গনিত এবং জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। এইসএসসিতে পদার্থ, রসায়ন, গনিত, ইংরেজি এবং জীববিদ্যায় আলাদা আলাদা ভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সার্কুলার অনুযায়ী অন্যান্য শর্ত পালন করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে তাদের নিয়ম মেনে ভর্তি হতে হবে। ভর্তি হতে চাইলে তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ইনফো নিয়ে বা তাদের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন।
আপনাদের সুবিধার্থে এখানে কিছু সরকারি ও বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের (যেখানে এই বিষয় আছে) নাম ও ওয়েব এড্রেস দেয়া হল-
সরকারি বিশ্ববিদ্যালয়-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ওয়েবঃ http://www.bsmrau.edu.bd/
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
ওয়েবঃ http://www.bau.edu.bd/
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
ওয়েবঃ http://www.sau.edu.bd/
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.sau.ac.bd/
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.cvasu.ac.bd/
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.pstu.ac.bd/
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.hstu.ac.bd/
বেসরকারি বিশ্ববিদ্যালয়-
IUBAT-International University of Business Agriculture and Technology
ওয়েবঃ http://www.iubat.edu/
EXIM Bank Agricultural University, Bangladesh (EBAUB)
ওয়েবঃ http://www.ebaub.edu.bd/
ই টিপস-
এইসএসসির পর থেকেই ভর্তির জন্য প্রিপারেশন শুরু করুণ, আগের ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নের সমাধান করুণ, কোচিং এ ভর্তি হতে পারেন, ভর্তির সার্কুলারের জন্য ওয়েবসাইট ও পত্রিকায় নিয়মিত চোখ রাখুন। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়। সব ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এর পাশাপাশি থাকে ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রশ্নের ধরনও একই রকম। তাই এক প্রস্তুতিতেই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া যায়।
ই টিপস-
আপনি যদি মেডিক্যাল এর জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে বলছি- মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিছুটা একই রকম। ফলে যাঁরা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, তাঁদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।
মুক্ত বাজার অর্থনীতি ও বিশ্বায়নের এই যুগে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কৃষিবিদরা কাংখিত ভূমিকা রাখবে এটাই সকলের প্রত্যাশা।
নিন্মোক্ত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি নিতে পারেন-
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার [BSc in Ag(Hons)]
ব্যাচেলর অব সায়েন্স ইন এনিম্যাল হাজব্রেন্ডী [BSc in Animal Husbundry(Hons)]
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স [BSc in Ag Econ(Hons)]
ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং [BSc in Agricultural Engineering]
ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড ইঞ্জিনিয়ারিং [BSc in Food Engineering]
ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স) [BSc in Fisheries(Hons)]
আরও কিছু ব্যাচেলর ডিগ্রি এর নাম আছে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাদের ওয়েবসাইট দেখে নিতে পারেন।
ভর্তির শিক্ষাগত যোগ্যতা-
পূর্বের সার্কুলার অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইসএসসি বিজ্ঞান গ্রুপ থেকে পাশ। এসএসসি ও এইসএসসি এর যেকোনো একটিতে জিপিএ ৩.০ সহ উভয় মিলে ৭.৫ লাগবে (৪র্থ বিষয় বাদে)। এসএসসি ও এইসএসসিতে পদার্থ, রসায়ন, গনিত এবং জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। এইসএসসিতে পদার্থ, রসায়ন, গনিত, ইংরেজি এবং জীববিদ্যায় আলাদা আলাদা ভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সার্কুলার অনুযায়ী অন্যান্য শর্ত পালন করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে তাদের নিয়ম মেনে ভর্তি হতে হবে। ভর্তি হতে চাইলে তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ইনফো নিয়ে বা তাদের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন।
আপনাদের সুবিধার্থে এখানে কিছু সরকারি ও বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের (যেখানে এই বিষয় আছে) নাম ও ওয়েব এড্রেস দেয়া হল-
সরকারি বিশ্ববিদ্যালয়-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ওয়েবঃ http://www.bsmrau.edu.bd/
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
ওয়েবঃ http://www.bau.edu.bd/
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
ওয়েবঃ http://www.sau.edu.bd/
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.sau.ac.bd/
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.cvasu.ac.bd/
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.pstu.ac.bd/
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.hstu.ac.bd/
বেসরকারি বিশ্ববিদ্যালয়-
IUBAT-International University of Business Agriculture and Technology
ওয়েবঃ http://www.iubat.edu/
EXIM Bank Agricultural University, Bangladesh (EBAUB)
ওয়েবঃ http://www.ebaub.edu.bd/
ই টিপস-
এইসএসসির পর থেকেই ভর্তির জন্য প্রিপারেশন শুরু করুণ, আগের ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নের সমাধান করুণ, কোচিং এ ভর্তি হতে পারেন, ভর্তির সার্কুলারের জন্য ওয়েবসাইট ও পত্রিকায় নিয়মিত চোখ রাখুন। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়। সব ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এর পাশাপাশি থাকে ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রশ্নের ধরনও একই রকম। তাই এক প্রস্তুতিতেই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া যায়।
ই টিপস-
আপনি যদি মেডিক্যাল এর জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে বলছি- মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিছুটা একই রকম। ফলে যাঁরা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, তাঁদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।
মুক্ত বাজার অর্থনীতি ও বিশ্বায়নের এই যুগে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কৃষিবিদরা কাংখিত ভূমিকা রাখবে এটাই সকলের প্রত্যাশা।
No comments:
Post a Comment