২০১৪ সালে পিজিসিবিতে
ভাইভা দিয়েছেন এমন একজনের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি।
উপ-সহকারী প্রকৌশলী, পিজিসিবি।
উপ-সহকারী প্রকৌশলী, পিজিসিবি।
ঢুকার
গেটে প্রথমে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম, সালাম দিয়ে ইন্টারভিউ বোর্ডের সামনে
দাড়ালাম। বসতে বলল, তারপর বসলাম।
১। আপনার নাম কি?
নাম
বলেছি (এখানে বলতে চাচ্ছিনা)
২। ইংরেজিতে নিজেকে Introduce কর-
নিজের
সম্পর্কে ইংলিশে বলেছি। (এই প্রশ্নের উত্তরে অনেকে নার্ভাস হয়ে যায়, তাই এটি ভালো
করে প্র্যাকটিস করে গেলে ভাল হয়)
৩। ২০০৮ সালে ডিপ্লোমা করেছেন, এখন কি করেন?
বর্তমান
কাজ নিয়ে কিছুক্ষন প্রশ্ন করেছেন, সেগুলো বলেছি।
৪। পিজিসিবির কাজ কি?
স্যার,
সারা দেশে পাওয়ার ট্রান্সমিশন ও
ডিস্ট্রিবিউশন করা।
৫। পিজিসিবি পাওয়ার ডিস্ত্রিবিউশনও করে?
সরি
স্যার, শুধু ট্রান্সমিশন।
৬। ক্লিয়ার কভার বলতে কি বুঝ?
ক্লিয়ার
কভার বলতে RCC
Structure এ ব্যবহৃত Re-enforcements এর
outside থেকে সেকশনের বাহির পর্যন্ত Concrete
depth কে বুঝায়। (এ নিয়ে স্যারের সাথে একটু বিতর্ক হয়েছিল, স্যার
বলেছিলেন Re-enforcements এর সেন্টার থেকে, কিন্তু আমি
বললাম স্যার সেটা কভারিং এর ক্ষেত্রে আর ক্লিয়ার কভার হলে সেটা বাহির থেকে হবে)
৭। বীমের স্টিড আপের মিনিমাম স্পেসিং কত?
নরমাল
Structure এর ক্ষেত্রে D/2 এবং ভূমিকম্প প্রতিরোধক Structure
এর ক্ষেত্রে এটি D/4.
৮। কলামের টাই রডের কাজ কি?
কলামের
মেইন রডের কনফাইনিং করার জন্য।
৯। আচ্ছা বলেন ত, কনফাইনিং কি?
কলামের
প্রধান রডের উপর যখন লোড পড়ে তখন ইহা Concrete core থেকে বের হয়ে যেতে চায়।
এই প্রধান রডগুলোকে Concrete core এর মধ্যে রাখাকে confining বলে।
১০। FAR
বলতে কি বুঝ?
Far হচ্ছে Floor Area Ratio, একটি বিল্ডিং এর Total
Area এবং Ground coverage এর অনপাতকে FAR
বলে।
১১। কার্পেট এরিয়া বলতে কি বুঝ?
সরি
স্যার, এটা আমি জানিনা। (এটির উত্তরঃ একটি বিল্ডিং এর টোটাল এরিয়া থেকে wall, partition wall,
temporary structure, column ইত্যাদির এরিয়া বাদ দিলে যে ব্যবহৃত
এরিয়া পাওয়া যায় তাকে কার্পেট এরিয়া বলে)
১২। কম্পিউটারে কি কি পারেন?
MS Office,
AutoCAD, Etabs
১৩। বাংলা ইংরেজি টাইপ করতে পারেন?
জী
স্যার পারি।
১৪। Etabs
কি?
এটা
Structure
Design & Analysis software.
১৫। AutoCAD কি আসলে পারেন?
জী
স্যার পারি।
১৬। AutoCAD এ কি পারেন এখানে করে দেখান-
আমি
উঠে যেতে চাইলে বলেন, ওকে ঠিক আছে বস।
ধন্যবাদ
তুমি ভালই করেছো। ঠিক আছে তুমি এখন আসো। আমি সবাইকে ধন্যবাদ ও সালাম দিয়ে ভাইভা
বোর্ড থেকে বের হলাম। যাইহোক, পরবর্তিতে
আমার এই জবটা হয়েছে। কিন্তু আমি আরো ভাল
অপরচুনিটি পাবার জন্য পরিশ্রম করছি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জব
প্রিপারেশন ভাল হোক।
* আরো অনেক টিপস পেতে ই টিপস প্রতিদিন ভিজিট করুন।
* আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেটেড থাকুন।
* আপনার মতামত দিন, আমরা আরো ভাল করতে চাই।
ইমেইলঃ etipsbdinfo@gmail.com
No comments:
Post a Comment