ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও কনজারভেটর এর মাঝে পাইপে যে রীলে বসানো থাকে সেটাই বুখলজ রীলে। ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই রীলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফরমারে এই রীলে ব্যবহৃত হয়। এই রীলের আবিস্কারক বুখলজ।
এই রীলে দুটি কাজ করে থাকে-
১) হালকা ত্রুটিতে এলার্ম (সংকেত) দেয় এবং
২) বড় ধরনের ত্রুটি দেখা দিলে সংকেত সহ এটি সার্কিট ব্রেকারকে ট্রিপ করে সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়।
এই রীলে দুটি কাজ করে থাকে-
১) হালকা ত্রুটিতে এলার্ম (সংকেত) দেয় এবং
২) বড় ধরনের ত্রুটি দেখা দিলে সংকেত সহ এটি সার্কিট ব্রেকারকে ট্রিপ করে সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়।
No comments:
Post a Comment