একটি লাইটকে অনেকগুলি সুইচ
দিয়ে নিয়ন্ত্রণ করুন
আমরা আগে দেখি একটি লাইটকে একটি
সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করার পদ্ধতি, আমি জানি এটা ছেলেখেলা ব্যাপার আপনারা সবাই
জানেন। কিন্তু এটাই বেসিক, অন্যগুলো বুঝতে এটাও ভাল করে বুঝতে হবে। একটি বাতি
জ্বালাতে হলে বাতির এক প্রান্তে ফেজ এবং প্রান্তে নিউট্রাল পৌছাতে হবেই, জেটা আপনি
যেভাবেই করেন। নিচের চিত্রে দেখুন এই বেসিক ওয়ারিং ডায়াগ্রামটিঃ
এখানে একটি 1-way সুইচ দিয়ে On/Off করে
বাতিটি নিয়ন্ত্রণ করা যাবে। সুইচটি ফেজ লাইনে লাগানো আছে, এটাই করা হয়। যাইহোক
আপনার বাসায় এভাবেই এটি করা আছে। এবার আসি একটা বাতিকে দুই যায়গা বা দুটি সুইচ
দিয়ে নিয়ন্ত্রণ করার সিস্টেম-
প্রথম চিত্রে দেখুন এখানে ফেজ
লাইনে দুটি সুইচ ব্যবহার করা হয়েছে এগুলো 3-way সুইচ। উপরের কন্ডিশনে দেখুন বাতিটি অফ আছে, এখন যেকোন একটি সুইচ পজিশন
চেঞ্জ করলেই বাতিটি জ্বলে উঠবে। কেন জ্বলবে? এজন্য আগে আপনাদের বেসিকটি বলেছি, ফেজ
ও নিউট্রাল বাতিটি পেয়ে যাবে। তারপরও ২য় চিত্রটি দেখুন-
এখানে কেউ একজন এসে সুইচ-২ চাপ
দিয়েছে। এখন আবার যেকোন একটি সুইচ চাপ দিলেই বাতিটি অফ হয়ে যাবে, এবার আপনারা
ট্রাই করেন। আমি বরং এবার তিনটি সুইচ দিয়ে লাইট কন্ট্রোল করি-
এবার মজাটা পাবেন, তিনটি সুইচ
দিয়ে বাতি নিয়ন্ত্রণ করতে আগে দুই সুইচ দিয়ে বাতি নিয়ন্ত্রণ করা শিখতেই হবে, তাহলে
ব্যাপারটা এত্ত সহজ যাবে- পানির মতন! ও একটা নতুন সুইচ নিতে হবে, 4-way সুইচ নিয়ে আসি।
উপরের চিত্রে বিস্তারিত বলে
দিয়েছি, কিভাবে কি করবেন। কি বলেন আমাকেই বিস্তারিত বলতে হবে? একটু মাথা খাটান,
আমি বড় জোর এবার 4-way সুইচ নিয়ে
কিছু বলতে পারি। 4-way সুইচ Intermediate সুইচ নামেও পরিচিত। এই সুইচ দুটি পজিশনেই চিত্রে দেখানো আছে। কোন
পজিশনে কি হয় তাও দেখানো আছে। তবে নতুন সুইচ কিনার পর কানেকশন ভাল করে দেখে শুনে দিতে
হবে। এই সুইচে l1, l2 বা in/out মার্কিং
করা থাকে। নিচে 4-way সুইচ ভিতর বাহির দেখানো হল-
নিচে আমি দুই সুইচ ও তিন সুইচ দিয়ে বাতি
নিয়ন্ত্রণ করার পদ্ধতি ভিডিওটি শেয়ার করে দিলাম ( ভিডিও গুলি ইউটিউব থেকে সংগ্রহ
করা, আমার নিজের নয়)। ভিডিও
গুলি মনোযোগ দিয়ে দেখবেন।
দুই সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করার ভিডিওঃ
তিন সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করার ভিডিওঃ
এবার আরো বেশি সুইচ দিয়ে এই বাতি
নিয়ন্ত্রণ করা দরকার আমার! এবার কি করা যায় বলুন ত??? একটা উপায় বেরি করি আসেন...।
এটা করতে গেলে আবার আপনাকে তিন সুইচ দিয়ে বাতি নিয়ন্ত্রণ করা সিস্টেম জানতে হবে
ভাল করে তাহলে আর কেউ আটকাতে পারবেন। এখন শুধু 4-way সুইচটি একই ভাবে জোগ করে দিন যত গুলি ইচ্ছে! দেখুন নিচের ছবিটিঃ
আপনি এবার ৬/৭/৮/৯/১০...... টি
সুইচ লাগাইয়া দেখতে পারেন।
Image: Collected and Edited.
লেখকঃ মাহিন, ইইই।
আরো টিপস পেতে আমাদের সাইট ভিজিট করুন। নিয়মিত আপডেট
পেতে ফেসবুকে E Tips BD পেজে
লাইক দিন। ভাল থাকুন সবাই।
No comments:
Post a Comment