ভাইভার জন্য যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে - E Tips

Post Top Ad

Sunday, February 4, 2018

ভাইভার জন্য যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে

সাক্ষাৎকারের সময় অল্প আলাপচারিতায় আবেদনকারিকে বাজিয়ে দেখেন নিয়োগকর্তারা। সুতরাং এতে সফল হতে ভালভাবে প্রস্তুতি নেওয়ার কোন বিকল্প নেই। বর্তমান যেকোন ভাইভার জন্য যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে-

★ ইংরেজিতে নিজেকে পরিচয় ( নাম, ঠিকানা, নিজ জেলা, পড়ালেখা, প্রতিষ্ঠান, পরীক্ষা সাল ও ফলাফল সুন্দর করে বলতে হবে ) ইংরেজিতে নিজেকে পরিচয় দিবেন যেভাবে, দেখুনঃ
★ নিজের নামের অর্থ, জন্ম তারিখের বাংলা, আরবি মাস ও তারিখ। নামের সাথে মিল আছে এমন বিশিষ্ট ব্যক্তির নাম, কর্ম, জন্ম তারিখ।
★ নিজের এলাকার এম পি (আসন নাম্বার সহ), মন্ত্রী, চেয়ারম্যান এর নাম।
★ নিজের পঠিত বিষয়, চেয়ারম্যান এর নাম ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য, আপনার থিসিস নিয়ে কিছু প্রশ্ন করতে পারে।
★ নিজের জেলা পরিচয় বাংলা ও ইংলিশ এ। আপনার নিজ জেলার নামকরনের.ইতিহাস বা জেলার ইতিহাস,আপনার জেলার পর্যটন বা কেন বিখ্যাত ইত্যাদি ইত্যাদি। আপনার জেলার বা এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনার জেলার বা থানার বিখ্যাত ব্যক্তি পত্রিকা, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এর নাম। আপনার জেলা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে ছিল।
★ লাহোর প্রস্তাব, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, ৬ দফা,  ৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলা,  ৬৯ গণ অভ্যুথান,  ৭০ নির্বাচন,  ৭ই মার্চ- মুক্তিযুদ্ধঃ মুজিব নগর সরকার ও মন্ত্রী, ১৫ই আগস্ট, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ সন্মাননা, মার্চ মাসের বর্ণনা- মুক্তিযুদ্ধের বিভিন্ন বাহিনী, সেক্টর, পদক, বীরশ্রেষ্ঠ তালিকা।
★ বঙ্গবন্ধুর জীবনী- অসমাপ্ত আত্মজীবনী- হত্যার বিচার- আসামী।
★ প্রধানমন্ত্রী শেখ হাসিনা- শান্তির মডেল- সমুদ্র বিজয়- বিদ্যুৎ উৎপাদন।
★ যুদ্ধাপরাধ বিচার ও ট্রাইব্যুনাল, জাতীয় ৪ নেতার পরিচয় ও বুদ্ধিজীবী হত্যা ও বিচার।
★ জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস নাটক চলচিত্র ।
★ বাংলাদেশের সংবিধান।
★ ভিসন ২১ এর বর্ণনা, জাতিসংঘ ও অন্যান্য সংস্থায় বাংলাদেশ।
★ কিছু মানসিক দক্ষতা নিয়ে প্রশ্ন করতে পারে।
★ কম্পিউটারে কি কি পারেন?
★ যে প্রতিষ্ঠানে ভাইভা দিতে যাবেন তার সম্পর্কে, মিশন, ভিসন জেনে নিবেন ( তাদের ওয়েবসাইট থেকে)
★ চাকরি পেলে আপনি কি করবেন, আপনার স্ট্রেংথ কি?
★ আপনার ডিপার্টমেন্ট এর ইম্পরট্যান্ট টার্ম গুলো জানবেন।
★ প্যানেল সাক্ষাৎকারে প্রশ্নকারীর চোখের দিকে চোখ রেখে উত্তর দেয়াটা গুরত্তপুর্ন। তবে এক্ষেত্রে প্যানেলের অন্য সদস্যদের সম্পৃক্ত করার বিষয়টি এড়িয়ে যাবেন না।
★ মনে রাখবেন প্যানেল সাক্ষাৎকারে কেউও থাকতে পারেন যে আপনাকে কোন প্রশ্ন না করেও আপনাকে মুল্যায়ন করবেন।


আসছে ধারাবাহিক ভাইভা টিপস, ই টিপস এর সাথে একটিভ থাকুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আমাদের সাথে থাকুন।

1 comment:

Post Top Ad