Automatic ON and OFF Light Switch - E Tips

Post Top Ad

Wednesday, March 14, 2018

Automatic ON and OFF Light Switch

এটি এমন একটি স্বয়ংক্রিয় সুইচ যা, একটি বাতিকে অন্ধকারে ON আর আলোতে OFF করে দিবে। অল্প কিছু পার্টস দিয়েই এই সার্কিটটি তৈরি করে নিতে পারেন। এখানে একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এটি আসলে একটি মসফেট। 12V এর একটি পাওয়ার সাপ্লাই জোগাড় করে নিতে হবে অথবা এটি আগেই বানিয়ে নিতে হবে। 12V এর রিলেতে দেখেশুনে সংযোগ করতে হবে, লোড সাইডে NO এ কানেকশন দিতে হবে ( এটি নরমাল কন্ডিশনে অফ থাকবে, যখন সার্কিট কাজ করবে অর্থাৎ অন্ধকারে অন হবে তখন রিলে কন্টাক্ট ক্লোজ হয়ে বাতিকে অন করে দিবে)। সার্কিট বানানো হয়ে গেলে LDR কে এমন জায়গায় রাখতে হবে যেন, বাতির আলো LDR এর গায়ে না আসে।
Parts List:
1. Transistor MOSFETs (2N7000) -1Pc
2. Light Dependent Registor (LDR07) -1Pc
3. Registor (470k) - 1Pc
4. 12V Relay - 1Pc
5. 12V DC Power Source - 1Pc
6. Some Connecting Cable
পার্টস গুলো ইলেক্ট্রনিক্স পার্টসের দোকানে (ঢাকার স্টেডিয়াম মার্কেটে) পেতে পারেন।
** LDR এমন এক ধরণের রেজিস্টর যার মান আলোর উপর নির্ভর করে। এজন্যি এর নাম লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর।
** এরকম সার্কিট স্ট্রীট লাইট সিস্টেম, খামারে বা যেখানেই এই ব্যবস্থা দরকার পড়বে সেখানেই ব্যবহার করা যেতে পারে।
** সংযোগ ভালভাবে দিবেন, এসি পাওয়ার অন করার পর সার্কিটে কোথাও হাত দিবেন না, ইলেক্ট্রিক শক লাগতে পারে।
এই প্রজেক্ট নিয়ে একটি ভিডিও ইউটিউব থেকে সংগ্রহ করে দেয়া হল, যেকেউ দেখে এটি বানিয়ে নিতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad