বাড়ি করবেন? তাহলে ত রড লাগবেই, আর আপনার জন্য আমাদের রডের হিসাব বের করার টিপস। আমরা সিভিল ইঞ্জিনিয়ার না হলেও বাড়ি করার সময় রডের হিসাব জানা থাকলে অনেক কাজে আসবে। নিজেই নিজের বাড়ির রডের হিসাব বের করতে পারবেন। আমরা রড কিনতে গেলে দোকানদার বলবে কয় সুতার রড নিবে জেনে নেই এই "সুতার হিসাব"
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুতা = ৩.২০ মিলিমিটার প্রায়। তাহলে ৫ সুতার রড হবে = ৫x৩.২০ = ১৬ মিলিমিটার। এভাবে ৪ সুতার রড = ১২ মিলিমিটার।
রড ত আর বাড়িতে ওজন করতে পারবেন না, সূত্রের সাহায্যে এবার রডের লেংথ ও সুতা জানা থাকলে হিসাব করেই রডের ওজন বের করতে পারবেন।
রডের ওজন বের করার সূত্রঃ
{(dia x dia) ÷162.2 }÷3.28 = kg/ft
4 সুতার এক ফুট রডের ওজন বের করিঃ
{(12 x 12) ÷162.2 }÷3.28 = 0.27kg
40 ফুট রডের ওজন হবে = 40x0.27 = 10.8 kg
এভাবে-
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
* বাংলাদেশে একটি রড সাধারণত 40 ফুট লম্বা হয়ে থাকে।
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুতা = ৩.২০ মিলিমিটার প্রায়। তাহলে ৫ সুতার রড হবে = ৫x৩.২০ = ১৬ মিলিমিটার। এভাবে ৪ সুতার রড = ১২ মিলিমিটার।
রড ত আর বাড়িতে ওজন করতে পারবেন না, সূত্রের সাহায্যে এবার রডের লেংথ ও সুতা জানা থাকলে হিসাব করেই রডের ওজন বের করতে পারবেন।
রডের ওজন বের করার সূত্রঃ
{(dia x dia) ÷162.2 }÷3.28 = kg/ft
4 সুতার এক ফুট রডের ওজন বের করিঃ
{(12 x 12) ÷162.2 }÷3.28 = 0.27kg
40 ফুট রডের ওজন হবে = 40x0.27 = 10.8 kg
এভাবে-
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
* বাংলাদেশে একটি রড সাধারণত 40 ফুট লম্বা হয়ে থাকে।
খুব ভালো অনেক উপকৃৃৃত হওয়া যাবে ৷
ReplyDeleteগুড
ReplyDelete