The power factor of an induction motor under no-load conditions will be closer to - E Tips

Post Top Ad

Thursday, April 12, 2018

The power factor of an induction motor under no-load conditions will be closer to

25. The power factor of an induction motor under no-load conditions will be closer to
    0.2 leading
    0.2 lagging
    unity
    none of the above


Click "Check Answer", find right Answer Option
Check Answer লেখায় ক্লিক করলে উত্তর অপশন দেখাবে।

See more MCQ: AC Motor MCQ


EEE ভাইভা প্রশ্নঃ
ওহমের সূত্র
ওহমের সুত্রঃ স্থির তাপমাত্রায় কোন বর্তনীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, তাহা ঐ বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সহিত সরাসরি সমানুপাতিক এবং রেজিস্টেন্সের সহিত উল্টানুপাতিক। অর্থাৎ I αV or I α1/V or I =V/R.

৩১। কারশফের সূত্র
কারশফের কারেন্ট সুত্র (KCL) কোন বৈদ্যুতিক নেটওয়ার্কের এক বিন্দুতে মিলিত কারেন্ট সমুহের বীজগাণিতিক যোগফল শুন্য অথবা কোন বিন্দুতে আগত কারেন্ট = নির্গত কারেন্ট। কারশফের ভোল্টেজ সুত্র (KVL) কোন বদ্ধ বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল ই.এম.এফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শুন্য।

অন্যন্য MCQ পোস্টে আরো ভাইভা টিপস দেখুন- EEE MCQ, EEE Viva Tips, EEE Job Tips

No comments:

Post a Comment

Post Top Ad