Which of the following methods is easily applicable to control the speed of the squirrel-cage induction motor ? - E Tips

Post Top Ad

Monday, April 9, 2018

Which of the following methods is easily applicable to control the speed of the squirrel-cage induction motor ?

15. Which of the following methods is easily applicable to control the speed of the squirrel-cage induction motor ?
    Rotor rheostat control
    By changing the number of stator poles
    By injecting e.m.f. in the rotor circuit
    None of above


Click "Check Answer", find right Answer Option
Check Answer লেখায় ক্লিক করলে উত্তর অপশন দেখাবে।

See more MCQ: AC Motor MCQ


EEE ভাইভা প্রশ্নঃ
ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি?

দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি তর্জনী চৌম্বক বলরেখার অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা পরিবাহিতে প্রবাহিত আবেশিত কারেন্টের অভিমুখ নির্দেশ করেবে। ইহাই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল।

ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কোথায় প্রযোজ্য হয়?

যেখানে চৌম্বক ক্ষেত্র স্থির এবং পরিবাহী গতিতে থাকে, সেখানে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ব্যবহার করা হয়।


অন্যন্য MCQ পোস্টে আরো ভাইভা টিপস দেখুন- EEE MCQ, EEE Viva Tips, EEE Job Tips

No comments:

Post a Comment

Post Top Ad