মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল শিখে নেই - E Tips

Post Top Ad

Monday, June 25, 2018

মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল শিখে নেই


=> ১ থেকে ১০ পর্যন্ত = ৪টি (২, ৩, ৫, ৭)।
=> ১১ থেকে ২০ পর্যন্ত = ৪টি (১১, ১৩, ১৭, ১৯)।
=> ২১ থেকে ৩০ পর্যন্ত = ২টি (২৩, ২৯)।
=> ৩১ থেকে ৪০ পর্যন্ত = ২টি (৩১, ৩৭)।
=> ৪১ থেকে ৫০ পর্যন্ত = ৩টি (৪১, ৪৩, ৪৭)।
=> ৫১ থেকে ৬০ পর্যন্ত = ২টি (৫৩, ৫৯)।
=> ৬১ থেকে ৭০ পর্যন্ত = ২টি (৬১, ৬৭)।
=> ৭১ থেকে ৮০ পর্যন্ত = ৩টি (৭১, ৭৩, ৭৯)।
=> ৮১ থেকে ৯০ পর্যন্ত = ২টি (৮৩, ৮৯)।
=> ৯১ থেকে ১০০ পর্যন্ত = ১টি (৯৭)।

এবার আসুন মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল শিখে নেইঃ
=> শুধু মাত্র ২ ব্যতিত অন্য কোন জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না।
=>  দুই বা ততোধিক সংখ্যার শেষে ৫ থাকলে সেটি মৌলিক সংখ্যা হবে না। যেমন: ২৫, ৫৫
=> ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪৪২২৩২২৩২১ (ফোন নাম্বার হিসেবে মনে রাখুন)।
=> ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল = ১০৬০।
=> ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯টি।
=> ১ থেকে ৫০ পর্যন্ত = ১৫টি।
=> ১ থেকে ১০০ পর্যন্ত = ২৫টি।
=> ৫০ থেকে ১০০ পর্যন্ত = ১০টি।
=> ১০০ থেকে ২০০ পর্যন্ত ২১টি।
=> ১ থেকে ২০০ পর্যন্ত = ৪৬টি।
=> প্রথম ছাব্বিশটি মৌলিক সংখ্যা হলঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১

১ এর চেয়ে বড় সকল সংখ্যা যারা মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে।

No comments:

Post a Comment

Post Top Ad