কোন গ্রন্থটি উপন্যাস? - E Tips

Post Top Ad

Tuesday, March 19, 2019

কোন গ্রন্থটি উপন্যাস?

৫) কোন গ্রন্থটি উপন্যাস?
ক) পদ্মাবতী
খ) মহাশ্মশান
গ) শেষের কবিতা
ঘ) রক্তাক্ত প্রান্তর


"উত্তর দেখুন" লেখায় ক্লিক করলে উত্তর অপশন দেখাবে।

আরো দেখুন জব-ভর্তি-বিসিএস বিষয়ভিত্তিক MCQ: বাংলা MCQ


মনে রাখুন
➢কারক চেনার সহজ ও শর্টকাট উপায়:
১। কে? / কীসে + ক্রিয়া = কর্তৃকারক
* বাক্যের প্রধান কর্তা। যেমন:
# পাখি (কীসে?) সব, করে রব।

২। কী? / কাকে? + ক্রিয়া = কর্মকারক।
* কর্তার কাজ বোঝাবে। যেমন:
# ডাক্তারকে ( কাকে?) ডাক।

৩। (কী / কীসের ) দ্বারা? + ক্রিয়া = করণ কারক।
* যন্ত্র/সহায়/উপায় বা মাধ্যম বোঝাবে। যেমন:
# টাকায় ( কীসের দ্বারা?) বাঘেরদুধ মেলে।

৪। কাকে দান করা হল? = সম্প্রদান কারক।
*স্বত্ব ত্যাগ বোঝাবে। যেমন:
# সৎপাত্রে ( কীসে দান?) কন্যা দান করিও।

৫। ( কী/কীসের /কোথা) থেকে? + ক্রিয়া = অপদান কারক।
* গৃহীত, উৎপন্ন, চলিত, পতিত ইত্যাদি বোঝাবে। যেমন:
# সরিষা থেকে ( কী থেকে?) তেল হয়।

৬। কখন? /কোথায়? / কীভাবে?/ বিষয়ে? + ক্রিয়া = অধিকরণ কারক।
* স্থান, কাল,বিষয়, ভাব বোঝাবে। যেমন:
# ভোরবেলা ( কখন? ) সূর্য উঠে।

No comments:

Post a Comment

Post Top Ad