অনেকে আছেন যাদের নানা বাস্তবতায় সময়মত প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা সম্ভব হয় না। হয়ত তাদের এখন আর ওসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার বয়স নেই, কিংবা বয়স থাকলেও নিয়মিত ছাত্রের মত ক্লাশ করার সময় নেই, যারা এখন চাকুরি বা কর্মক্ষেত্রে ব্যস্ত কিন্তু পড়ালেখায় আগ্রহী। তাদের জন্য সারা বিশ্বে দূরশিক্ষণ পদ্ধতির বিকাশ ঘটেছে। বাংলাদেশ ১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইংরেজীতে এটি BOU এবং বাংলায় বাউবি নামে পরিচিত। বাংলাদেশের রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখান থেকে পাশের সার্টিফিকেট বাংলাদেশের অন্যান্য স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এর সমমান ধরা হয়। ঢাকার অদূরে গাজীপুরের বোর্ড বাজারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি অবস্থিত। সারা দেশে মোট ১২টি আঞ্চলিক কেন্দ্র আছে। ভর্তি সংক্রান্ত যেকোন কাজে আঞ্চলিক কেন্দ্রগুলোতেই যোগাযোগ করতে হয়। গাজীপুরের মূল ক্যাম্পাসে একটি সমৃদ্ধ লাইব্রেরী আছে। গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং এখান কর্মরত কর্মচারীবৃন্দ এই লাইব্রেরী ব্যবহার করতে পারেন। এখানে বইয়ের সমৃদ্ধ সংগ্রহ ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক অডিও/ভিডিও সিডি আছে। দূরশিক্ষণে সাহায্য করার জন্য বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে শেখানোর ব্যবস্থা করা হয়। আর উন্মুক্ত বিশ্ববিদ্যারয়ের বইগুলো সেলফ লার্নিং স্টাইলে লেখা, অর্থাৎ শিক্ষার্থী যাতে বই পড়ে নিজেই বুঝতে পারে সেভাবে বইগুলো লেখা হয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে একবার বা প্রতি দুই সপ্তাহে একবার নির্ধারিত টিউটোরিয়াল সেন্টারে ক্লাশের ব্যবস্থা করা হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
এখানে পড়ালেখার খরচ তুলনামুলক কম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি কোর্সেই ছয় মাসে এক সেমিস্টার ধরা হয় এবং প্রতি সেমিস্টার শেষে একটি পরীক্ষা নেয়া হয়। আর এখানকার কোর্স বা প্রোগ্রামগুলো কয়েকটি স্কুল বা ফ্যাকাল্টির মাধ্যমে করা হয়। বর্তমানে মোট ছয়টি স্কুলের অধীনে প্রোগ্রামগুলো পরিচালিত হয়, এগুলো হল-
ওপেন স্কুল
সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (SSC)
হায়ার সেকেন্ডারী সার্টিফিকেট (HSC)
ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (BBS)
স্কুল অব সোশাল সায়েন্স, হিউম্যানিটিজ এন্ড ল্যাঙ্গুয়েজ
ব্যাচেলর অব আর্টস(BA)/ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (BSS)
ব্যাচেলর অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং
সার্টিফিকেট ইন এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি
সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি
স্কুল অব এডুকেশন
ব্যাচেলর অব এডুকেশন (B. Ed)
সার্টিফিকেট অব এডুকেশন (C. Ed)
মাস্টার্স ইন এডুকেশন (M. Ed)
স্কুল অব বিজনেস
সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট(CIM)
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (PGDM)
ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনস্ট্রেশন (BBA)
কমনওয়েলথ অব বিজনেস এ্যাডমিনস্ট্রেশন (MBA)
কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস এ্যাডমিনস্ট্রেশন (CEMBA)
কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক এ্যাডমিনস্ট্রেশন (CEMPA)
স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট
ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (B. Ag. Ed)
ডিপ্লোমা ইন ইউথ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক (DYDW)
সার্টিফিকেট ইন লাইভস্টক এন্ড পোল্ট্রি (CLP)
সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিশ প্রোসেসিং (CPFP)
স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি
ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন (DCSA)
বি.এসসি. ইন নার্সিং কোর্সের
অন্যান্য তথ্য, পড়ালেখার খরচ, ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য বা সার্কুলার, পরীক্ষা/ফলাফল, লোকেশন ইত্যাদি জানতে BOU এর ওয়েবসাইট ভিজিট করুণ।
ওয়েবসাইট: http://www.bou.edu.bd/
এখানে পড়ালেখার খরচ তুলনামুলক কম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি কোর্সেই ছয় মাসে এক সেমিস্টার ধরা হয় এবং প্রতি সেমিস্টার শেষে একটি পরীক্ষা নেয়া হয়। আর এখানকার কোর্স বা প্রোগ্রামগুলো কয়েকটি স্কুল বা ফ্যাকাল্টির মাধ্যমে করা হয়। বর্তমানে মোট ছয়টি স্কুলের অধীনে প্রোগ্রামগুলো পরিচালিত হয়, এগুলো হল-
ওপেন স্কুল
সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (SSC)
হায়ার সেকেন্ডারী সার্টিফিকেট (HSC)
ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (BBS)
স্কুল অব সোশাল সায়েন্স, হিউম্যানিটিজ এন্ড ল্যাঙ্গুয়েজ
ব্যাচেলর অব আর্টস(BA)/ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (BSS)
ব্যাচেলর অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং
সার্টিফিকেট ইন এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি
সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি
স্কুল অব এডুকেশন
ব্যাচেলর অব এডুকেশন (B. Ed)
সার্টিফিকেট অব এডুকেশন (C. Ed)
মাস্টার্স ইন এডুকেশন (M. Ed)
স্কুল অব বিজনেস
সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট(CIM)
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (PGDM)
ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনস্ট্রেশন (BBA)
কমনওয়েলথ অব বিজনেস এ্যাডমিনস্ট্রেশন (MBA)
কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস এ্যাডমিনস্ট্রেশন (CEMBA)
কমনওয়েলথ এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক এ্যাডমিনস্ট্রেশন (CEMPA)
স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট
ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (B. Ag. Ed)
ডিপ্লোমা ইন ইউথ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক (DYDW)
সার্টিফিকেট ইন লাইভস্টক এন্ড পোল্ট্রি (CLP)
সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিশ প্রোসেসিং (CPFP)
স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি
ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন (DCSA)
বি.এসসি. ইন নার্সিং কোর্সের
অন্যান্য তথ্য, পড়ালেখার খরচ, ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য বা সার্কুলার, পরীক্ষা/ফলাফল, লোকেশন ইত্যাদি জানতে BOU এর ওয়েবসাইট ভিজিট করুণ।
ওয়েবসাইট: http://www.bou.edu.bd/
No comments:
Post a Comment