যে কারেন্টের দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে অল্টারনেটিং
কারেন্ট (AC) বলে। যখন একটি অল্টারনেটর AC ভোল্টেজ উৎপন্ন করে, তখন তার ভোল্টেজ একটি নির্দিষ্ট
সময় অনুযায়ী বিশেষ ভাবে তার দিক পরিবর্তন করে থাকে। যদি আমরা সময়ের সাপেক্ষে
ভোল্টেজের এই পরিবর্তনের একটি গ্রাফ করি তাহলে একটি বিশেষ আকার পাওয়া যাবে। যা Sinusoidal
Waveform সংক্ষেপে Sine Wave নামে পরিচিত।
একটি AC Waveform এর প্রত্যেকটি Half cycle এর দিক সময়ের সাথে সাথে সর্বোচ্চ পজেটিভ মান এবং সর্বোচ্চ নেগেটিভ মানের
মধ্যে ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। সময়ের সাথে পরিবর্তনশীল বলে একে
"পর্যায়বৃত্ত তরঙ্গ" বা Periodic Wave ও বলা হয়ে
থাকে।
Post Top Ad
Sunday, February 11, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment