AC Wave সম্পর্কে কয়েকটি সাধারণ সংজ্ঞা - E Tips

Post Top Ad

Sunday, February 11, 2018

AC Wave সম্পর্কে কয়েকটি সাধারণ সংজ্ঞা



AC Wave সম্পর্কে কয়েকটি সাধারণ সংজ্ঞা
Cycle, (C): কোন পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ (এসি) কোন এক দিকে প্রবাহিত হয়ে শুন্য হতে ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম হতে আবার শুন্য অবস্থানে ফিরে আসে। অনুরুপভাবে ঐ তড়িৎ প্রবাহ যদি বিপরিত দিকে প্রবাহিত হয়ে শুন্য হতে ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম হতে আবার শুন্য অবস্থানে ফিরে আসে তখন যে তরঙ্গ সৃষ্টি হয় উক্ত তরঙ্গটিকে Cycle বলে।
Period, (T): একটি চক্র বা Cycle সম্পন্ন করতে যে সময় লাগে তাকে AC Waveform এর Period বলে। একে সেকেন্ড-এ গণনা করা হয়।
Frequency, (ƒ): এক সেকেন্ডে যতগুলো পূর্ণ চক্র বা Cycle সম্পন্ন করে তাকে Frequency বলে। ƒ=1/T Hz
Amplitude (A): AC Wave এর যে কোন এক দিকে সর্বোচ্চ মানকে Amplitude বলে।
অল্টারনেশনঃ পরিবর্তনশীল রাশির অর্ধ সাইকেল বা তরঙ্গের অর্ধাংশকে অল্টারনেশন বলে।
ফেজঃ পরিবর্তনশীল রাশির কোন নিদ্রিস্ট সময়ে উহার কৌণিক অবস্থানকে ফেজ বলে।
ফেজ অ্যাঙ্গেলঃ দুটি ভেক্টর রাশির অভিমুখের মধ্যবর্তী কোণকে ফেজ অ্যাঙ্গেল বলে। সাধারণত এসি প্রবাহে Voltage Current এর মধ্যবর্তী কোণকে বুঝায়।

আমরা বাসা-বাড়ি, কল-কারখানায় সাধারণত ৫০ হার্জের ফ্রিকুয়েন্সি ব্যবহার করে থাকি। এটার মানে কি?
আমাদের দেশে উৎপাদিত ইলেক্ট্রিক পাওয়ার ৫০ হার্জের। ৫০ হার্জ মানে ব্যবহৃত পাওয়ারটি অর্থাৎ পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট প্রতি সেকেন্ডে ৫০টি সাইকেল সম্পন্ন করে।

No comments:

Post a Comment

Post Top Ad