অনলাইনে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা ক্রমেই বেড়েই চলছে। চাকরি কিংবা অনলাইন থেকে শুরু করে সর্বক্ষেত্রে একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা অনেক গুণ বেশী। এটি হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আপনার সৃজনশীলতা প্রকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনি চাইলেই নিজেকে একজন ভাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে। একজন ভাল ডিজাইনারের ভালই আয় হয়, চাকরির পাশাপাশিও এই কাজ করে এক্সট্রা ইনকাম করা যায় অনায়াসেই।
গ্রাফিক্স ডিজাইনারদের কাজের ক্ষেত্র-
১. লোগো ডিজাইন
২. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন
৩. ইমেজ রিসাইজ এন্ড এডিটিং
৪. ফটো রিটাচিং
৫. স্কেচ তৈরি
৬. ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি
৭. বিভিন্ন পিএসডি ইমেজকে ভেক্টরে কনভার্ট করা
৮. বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড ডিজাইন
৯. ব্যানার, বিজ্ঞাপন, পোষ্টার, লিফলেট ডিজাইন
১০. স্টিকার ডিজাইন
১১. সিরামিক মগ, টি-শার্ট এ প্রিন্ট
১২. পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ (কভার) মনের ইচ্ছেমত বানানো
১৩. যে কোন ডিজাইন উপস্থাপনায় Text (লেখা) এর কাজ করা যায়
১৪. সর্বোপরি প্রকাশনা শিল্পের সকল কাজ
কি কি শিখতে হয়-
Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর)
Adobe Photoshop (অ্যাডৌবি ফটোশপ)
এবার চলুন জেনে নিই কিভাবে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনঃ
গ্রাফিক্স ডিজাইন শিখতে বড় ডিগ্রির প্রয়োজন নেই। ইংরেজি বাংলা লিখতে পারেন এটুকু জানা থাকলে আপনিই পারবেন। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আমি বলব আপনি ইংরেজী কোন ওয়েবসাইট থেকে টিউটোরিয়াল দেখুন। এতে করে আপনি অনেক কিছু খুব বিস্তারিত জানতে পারবেন। যখন যেটার প্রয়োজন হবে সেটা ইন্টারনেটে সার্চ দিয়ে টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। অফলাইনে শিখতে চাইলে এগুলোর ভিডিও সিডি কিনে শিখতে পারেন। আর ছোট বড় শহরে অনেক ট্রেনিং সেন্টার আছে, ভাল কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে এই কাজ শিখতে পারেন। তবে কম্পিউটার এর বেসিক আপনার জানতে হবে। এমএসঅফিস, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার জানতে হবে।
ফটোশপ এর বিভিন্ন টিউটোরিয়াল পাবেন নিচের এই সাইটগুলোতে-
http://www.digitalartsonline.co.uk/features/illustration/50-best-photoshop-tutorials/
http://www.photoshoptutorials.ws/
http://www.photoshopessentials.com/
https://www.youtube.com/user/pstutorialsws
একটি ডিজাইন করার আগে অবশ্যই পরিকল্পনা করে নিবেন। পরিকল্পনা ছাড়া ডিজাইনে সৃজনশীলতা আসবে না। আপনার প্রতিটি কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। আপনার একজন কম্পিটিটর খুজে বের করুন যিনি আপনার থেকেও ভাল ডিজাইন করে এবং তার থেকে ভাল মানের ডিজাইন করার চেষ্টা করুন।
গ্রাফিক্স ডিজাইনারদের কাজের ক্ষেত্র-
১. লোগো ডিজাইন
২. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন
৩. ইমেজ রিসাইজ এন্ড এডিটিং
৪. ফটো রিটাচিং
৫. স্কেচ তৈরি
৬. ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি
৭. বিভিন্ন পিএসডি ইমেজকে ভেক্টরে কনভার্ট করা
৮. বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড ডিজাইন
৯. ব্যানার, বিজ্ঞাপন, পোষ্টার, লিফলেট ডিজাইন
১০. স্টিকার ডিজাইন
১১. সিরামিক মগ, টি-শার্ট এ প্রিন্ট
১২. পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ (কভার) মনের ইচ্ছেমত বানানো
১৩. যে কোন ডিজাইন উপস্থাপনায় Text (লেখা) এর কাজ করা যায়
১৪. সর্বোপরি প্রকাশনা শিল্পের সকল কাজ
কি কি শিখতে হয়-
Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর)
Adobe Photoshop (অ্যাডৌবি ফটোশপ)
এবার চলুন জেনে নিই কিভাবে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনঃ
গ্রাফিক্স ডিজাইন শিখতে বড় ডিগ্রির প্রয়োজন নেই। ইংরেজি বাংলা লিখতে পারেন এটুকু জানা থাকলে আপনিই পারবেন। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আমি বলব আপনি ইংরেজী কোন ওয়েবসাইট থেকে টিউটোরিয়াল দেখুন। এতে করে আপনি অনেক কিছু খুব বিস্তারিত জানতে পারবেন। যখন যেটার প্রয়োজন হবে সেটা ইন্টারনেটে সার্চ দিয়ে টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। অফলাইনে শিখতে চাইলে এগুলোর ভিডিও সিডি কিনে শিখতে পারেন। আর ছোট বড় শহরে অনেক ট্রেনিং সেন্টার আছে, ভাল কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে এই কাজ শিখতে পারেন। তবে কম্পিউটার এর বেসিক আপনার জানতে হবে। এমএসঅফিস, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার জানতে হবে।
ফটোশপ এর বিভিন্ন টিউটোরিয়াল পাবেন নিচের এই সাইটগুলোতে-
http://www.digitalartsonline.co.uk/features/illustration/50-best-photoshop-tutorials/
http://www.photoshoptutorials.ws/
http://www.photoshopessentials.com/
https://www.youtube.com/user/pstutorialsws
একটি ডিজাইন করার আগে অবশ্যই পরিকল্পনা করে নিবেন। পরিকল্পনা ছাড়া ডিজাইনে সৃজনশীলতা আসবে না। আপনার প্রতিটি কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। আপনার একজন কম্পিটিটর খুজে বের করুন যিনি আপনার থেকেও ভাল ডিজাইন করে এবং তার থেকে ভাল মানের ডিজাইন করার চেষ্টা করুন।
No comments:
Post a Comment