হিউম্যান মোশন-অ্যাক্টিভেটেড সুইস - E Tips

Post Top Ad

Saturday, February 24, 2018

হিউম্যান মোশন-অ্যাক্টিভেটেড সুইস




হিউম্যান মোশন-অ্যাক্টিভেটেড সুইস সেটার ভিডিও দেখুন

হিউম্যান মোশন-অ্যাক্টিভেটেড সুইস।আমার কাছে একটাই সুইচ আছে সেটা নিয়েই আজ ই টিপস বিডিতে শেয়ার করছি। এটার সাথে কানেক্টেড লোড (লাইট, কলিংবেল বা অন্যান্য ছোট লোড) মোশন সেন্সরের মাধ্যমে অন হয়; সর্বোচ্চ ৫ মিটার দূর ও ১০০ ডিগ্রি কোণ থেকে মোশন ডিটেক্ট করে বাতি জ্বলে উঠে/কলিং বেল অন করাতে পারবেন এবং ৬০ সেকেন্ডের জন্য অন থাকে (৬০ সেকেন্ড পর আবার অফ হয়ে যাবে)। আপনার বাসস্থান, গ্যারেজ বা অফিসের নিরাপত্তার জন্য পোর্চ, ওয়াক ওয়ে ইত্যাদি স্থানে ব্যবহার করতে পারেন। এই মোশন সেন্সরটি পাবেন বিভিন্ন অনলাইন শপ (আজকেরডিল, টেকশপবিডি)। যে সেন্সর কিনবেন সেখানেই ডায়াগ্রাম দেয়া থাকে সে অনুযায়ী কানেকশন করলেই হবে। আমার কাছে যে সেন্সরটি আছে তার ডায়াগ্রাম অনুযায়ী আমি একটি সার্কিট বানিয়েছি

সতর্কতাঃ
 ১। ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিতে হবে।
২। কোনভাবেই শর্ট সার্কিট করা যাবেনা। নিউট্রাল ও ফেজ চেক করে কানেকশন দিতে হবে।
৩। সরাসরি সুর্য্যের আলো পড়ে এরকম যায়গায় সেন্সর রাখবেন না।

No comments:

Post a Comment

Post Top Ad