পিজিসিবিতে
ভাইভা দিয়েছেন এমন কিছু ইঞ্জিনিয়ার ভাইদের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি।
পিজিসিবি
ভাইভা এক্সপেরিয়েন্স
(SAE, Electrical) ( বিশেষ কারণে এখানে ওনার নাম বলছিনা )
ঢুকার গেটে
সালাম দিয়ে প্রথমে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম, ইন্টারভিউ বোর্ডের সামনে দাড়ালাম।
বসতে বলল, তারপর বসলাম।
১।
প্রথম প্রশ্নই ছিল নিজেকে ইংরেজিতে ইন্ট্রিডিউস করেন-
আমি প্রথমে
কিছুটা নার্ভাস ছিলাম, তারপরও ভালই বলেছিলাম। তবে বলতে গিয়ে আমি ডিপ্লোমা কবে পাশ
করেছি সেটাই বলিনি। তারপর আমাকে বলল, কবে ডিপ্লোমা পাশ করেছেন সেটাই ত বললেন না।
তারপর বললাম, আমি ২০০৬ সালে ডিপ্লোমা পাশ করেছি (ইংরেজিতে)।
২।
২০০৬ সালে ডিপ্লোমা করেছেন এতদিন কি করেছেন?
আমি একটি
প্রাইভেট কোম্পানি নাম বাংলাক্যাটে জব করছি। তারপর একজন বলল, বাংলাক্যাট ত অনেক
ভালো কোম্পানি, ওখান থেকে আসার কি দরকার, না না আপনি ওখানেই থাকেন। আমি বললাম
স্যার আমি এই পাওয়ার ট্রান্সমিশন সেক্টরে কাজ করতে খুব আগ্রহি।
৩।
তারপর আরেকজন বললেন, বাংলাক্যাট ত জেনারেটর কোম্পানি, কত কত ক্ষমতার জেনারেটর আছে?
আপনি কোন আপনার কাজ কি ছিল? কত বেতন ছিল সেখানে?
আমি
বাংলাক্যাটের জেনারেটর সম্পর্কে বললাম, আর আমি ট্রাবলশুটিং ডিপার্টমেন্টে কাজ করি
সেটাও বলেছি। ৩০০০০ টাকা বেতন পাইতাম বলেছি (কিন্তু আরেকজন সেটা বিশ্বাস করেনি,
বলেছিল না স্যার সে আরো অনেক বেশী বেতন পায়, আমি জানি সেখানে অনেক বেতন)।
৪।
আচ্ছা পিজিসিবির কাজ কি?
বাংলাদেশের
উৎপাদিত সমগ্র পাওয়ার একটি গ্রিডের মধ্যে নিয়ে এসে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মান
সম্মত বিদ্যুৎ সারা দেশে ট্রান্সমিশন করা।
৫।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত বিদ্যুতের ভোল্টেজ সিস্টেম
বলেন-
উৎপাদন
সাধারণত ১১কেভি, সেখান থেকে ১৩২কেভি বা ২৩০কেভি ট্রান্সমিশন লাইনে নিয়ে এসে ৩৩কেভি
করা হয়। ৩৩ কেভি থেকে ১১ কেভি সাবস্টেশন থেকে বড় বড় গ্রাহক/কারখানায় সরবরাহ দেয়া
হয়, তাছাড়া ১১কেভি থেকে ৪০০ বা ২৩০ ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে
সাধারন গ্রাহকদের দেয়া হয়।
৬।
আচ্ছা পিটি ও সিটি? কেন ব্যবহার করা হয়?
পিটি
পটেনশিয়াল ট্রান্সফরমার, আর সিটি কারেন্ট ট্রান্সফরমার। এগুলো সাধারণত কম রেঞ্জের
মিটার দিয়ে বেশী পরিমান ভোল্টেজ ও কারেন্ট পরিমাপ করার জন্য এবং প্রটেকশন সিস্টেমে
রিলে অপারেটিং করার জন্য ব্যবহার করা হয়।
৭।
সিটির রেশিও কেমন হয়, বলেন?
আমি বললাম
স্যার আমি বাংলাক্যাটে কাজ করেছি বেশির ভাগই ২০০০ : ৫
৮।
সাধারণত পিটির আউটপুট ভোল্টেজ কত?
১২০ ভোল্ট
(স্যার বলল হয় নাই, এটা ১১০ ভোল্ট হবে)
৯।
কম্পিউটারে কি কি পারেন?
MS Word, Ms Excel,
Email, Web Design
১০।
বাংলা টাইপ করতে পারেন? কিভাবে করেন?
জী স্যার
পারি। স্যার বাংলা টাইপের সবচেয়ে সহজ
পদ্ধতি হল অভ্র সফটওয়ার দিয়ে, যেমন- ‘আমার’ লিখতে ‘amar’ লিখলে হবে। পাশ থেকে অন্য এক
স্যার বলল জী স্যার এভাবে করা যায়।
১১।
ওয়ার্ড ফাইলে একটি টেবিলে কলাম ঢুকাতে কি করতে হবে?
যেখানে কলাম
দরকার হবে সেখানে কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে insert column এ ক্লিক করে করা যাবে।
তারপর আমাকে
আসতে বলল, আমি উঠলাম তারপর আরেক স্যার বলল তোমার অই বাংলাক্যাট তো ভালই, ওখানেই
থাকো। গ্রাচুইটি, পিএফ দেয়? আমি বললাম দেয়, তাহলে এখানে আসবেন কেন? আমি আবার বললাম
স্যার আমি এই সেক্টরে কাজ করব এজন্যই চেস্টা করছি। আরেকজন স্যার বলল ছেলে কিন্তু
ভাল, ঠিক আছে আসেন। আমি সালাম দিয়ে বাহির হলাম।
যাইহোক এই
ছিল আমার ইন্টার্ভিউ, ৪ ও ৫ নং প্রশ্নের উত্তরটা আমি ভালো দিতে পারিনি (এখানে
যেভাবে লিখেছি, আমি ৬৬ কেভিও বলেছিলাম। তারপর এক স্যার আমাকে বলল ৬৬ কেভি ত নাই, B L Therejar বই পড়ে বলেছ)।
No comments:
Post a Comment